সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাগরিকদের ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ‌‘মিট দ্য সেক্রেটারি’ শীর্ষক এক ফেসবুক লাইভে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন তিনি। 

বুধবার (২৮ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে জানানো হয়, লাইভটির দর্শকেরা কমেন্ট বা চ্যাটের মাধ্যমে ভূমি সংক্রান্ত প্রশ্ন করতে পারবেন। ভূমি সচিব এসব প্রশ্নের উত্তর দেবেন। 

ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হলো www.facebook.com/minland.gov.bd

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নাগরিক ভূমিসেবা আরও স্মার্ট করে মাল্টি-চ্যানেল ভিত্তিক নাগরিক সেবা (কাস্টমার সার্ভিস) প্রদানের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় ফেসবুক লাইভ এসব বহুমুখী উদ্যোগের অন্যতম অংশ।

পরে ভূমিবিষয়ক বিশেষজ্ঞ এবং দক্ষ ভূমি কর্মকর্তারা পর্যায়ক্রমে মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক থেকে নিয়মিত লাইভে অংশ নিয়ে নাগরিকদের ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

এসএইচআর/এমএ