রাজধানীর নিকুঞ্জর সিটি ডেন্টাল কলেজের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিটের কর্মীরা। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সেখানে আগুন লাগে। এরপর রাত ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিকুঞ্জ সিটি ডেন্টাল কলেজের ৯ম তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে পর্যায়ক্রমে আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট যোগ দেয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এমএসি/কেএ