প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ব্যানারের বকেয়াসহ বিজ্ঞাপন কর পরিশোধ করার সময় বেধে দিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। কিন্তু নির্ধারণ করে দেওয়া ২৭ ডিসেম্বরের মধ্যে যারা এসব কর পরিশোধে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের নির্দেশনা উল্লেখ করে একটি গণবিজ্ঞপ্তিতে সংস্থাটি উল্লেখ করেছিল, ২৭ ডিসেম্বরের মধ্যে কর পরিশোধ করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএনসিসির রাজস্ব বিভাগ থেকে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের অভিপ্রায় সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার প্রত্যয়ে এবং স্মার্ট সিটি গড়ে তোলার অভিযাত্রা শুরু করেছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যত্রতত্র অবৈধভাবে বিভিন্ন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি স্থাপন করা হয়েছে, যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অননুমোদিত।

সংস্থাটি আরও উল্লেখ করেছে, এ অবস্থায় নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ব্যানার ইত্যাদির ওপর আদর্শ কর তফসিল, ২০১৬ অনুযায়ী বিজ্ঞাপন কর সিটি কর্পোরেশন প্রাপ্য। এই প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলো তাদের স্থাপিত নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ব্যানার ইত্যাদির বকেয়াসহ হালসন (২০২২-২৩ অর্থবছর) পর্যন্ত বিজ্ঞাপন কর (আদর্শ কর তফসিল, ২০১৬ অনুযায়ী) পরিশোধ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএসএস/এসএসএইচ/