ফাইল ছবি

দক্ষিণ কো‌রিয়ায় অবস্থানরত ই-৯ ভিসাধারী বাংলাদেশি কর্মীরা ২০২৩ সাল থেকে কোনো কোম্পানিতে একটানা আড়াই বছর কর্মরত থাকলে ১০ বছর পর্যন্ত একই ভিসায় দেশ‌টি‌তে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রা‌তে এক বার্তায় এ তথ্য জানায় সিউলের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হয়, দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ই-৯ ভিসাধারী কোনো কর্মী আগামী জানুয়ারি ২০২৩ সাল থেকে কোনো কোম্পানিতে একটানা আড়াই বছর (৩০) মাস কর্মরত থাকলে তিনি ১০ বছর পর্যন্ত একই ভিসায় দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাবেন। এজন্য আগের নিয়মে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না।

তবে কোনো কর্মী যদি প্রথম কোম্পানিতে একটানা দুই বছর (২৪) মাস কর্মরত থাকেন, তাহলে তিনিও এ সুযোগ গ্রহণ করতে পারবেন।

এ সুযোগটি গ্রহণ করার জন্য দক্ষিণ কো‌রিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিকটস্থ জব সেন্টার থেকে একটি সনদপত্র গ্রহণ করার পাশাপাশি দেশ‌টি‌তে বাংলাদেশি কর্মীদের কর্মস্থল পরিবর্তন না করে এ সুযোগ গ্রহণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

এনআই/এসএসএইচ/