চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিজয় মেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিরোধে জড়ানো দুই পক্ষই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। 

রোববার (১ জানুয়ারি) ভোরে উপজেলার জোরারগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় রোববার দিবাগত রাত ৯টা পর্যন্ত মামলা কিংবা আইনি কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বিজয় মেলা শেষ করে যুবলীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ফিরছিলেন। তারা জোরারগঞ্জ বাজারে পৌঁছালে অপর পক্ষ হামলা চালায়। পরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পৌঁছায়। সংঘর্ষে আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, জোরারগঞ্জ বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে গুলিবিদ্ধ একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি এবং মামলাও হয়নি।

এমএ