পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নবনির্মিত রহনপুর (চাঁপাইনবাবগঞ্জ)-বগুড়া ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করা হয়েছে। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিজিসিবি।

প্রায় ১০৫ কিলোমিটার দীর্ঘ ডাবল সার্কিটের এই সঞ্চালন লাইন গত ৩০ ডিসেম্বর ৪০০ কেভি ভোল্টেজ দিয়ে চালু করা হয়। চালুর পর থেকে লাইনটি বিদ্যুতায়িত রয়েছে।

রাজশাহী ও রংপুরসহ রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এই লাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় গ্রিডে ৪০০ কেভি ক্ষমতার এই নতুন সঞ্চালন লাইন যুক্ত হওয়ায় গ্রিডের নির্ভরযোগ্যতা আরও বাড়বে।

ওএফএ/এমএ