চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে কয়লা মজুতের অভিযোগে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজ ঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে এ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘খোলা স্থানে বিপুল পরিমাণ কয়লা মজুত করা হয়েছে। এখানে প্রচুর শ্রমিক রয়েছে। যাদের জীবন ঝুঁকিতে রয়েছে। আমরা ধারণা করছি, তাদের ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স নেই। একদম নদীর তীরে পানি থেকে কয়লা স্তূপের দূরত্ব মাত্র কয়েক ফুট। যে কারণে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’

অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অংশ নিয়েছেন।

জেডএস