গোপালগঞ্জ সদর থানা এলাকায় নিজ সন্তানকে আছাড় দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।

নিহত শিশুর নাম জুনায়েদ সিদ্দিকী(৫)। তার বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার উত্তর শুকতাইল গ্রামে।

নিহত শিশুর মা কামরুন নাহার অভিযোগ করে বলেন, গত ১ তারিখ (শনিবার) দুপুরের পর আমাকে এসে মারপিট করে আমার স্বামী। এতে আমি গুরুতর আহত হই। পরে ছেলেকে মারপিট করে মাথার উপরে তুলে আছাড় দেয়। মাথা এবং অণ্ডকোষে আঘাত লেগে গুরুতর আহত হয় ছেলে। পরে আমি আমার ছেলেকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। এরপর আজ সন্ধ্যার দিকে ২০৪ নম্বর ওয়ার্ডে আমার ছেলের মৃত্যু হয়। 

তিনি আরও জানান, আমার স্বামী মাদকাসক্ত ছিল। বিভিন্ন সময় আমাকে সে মারপিট করত। 

এ বিষয়ে জানতে চাইলে আটককৃত বাবা সাইফুল ইসলাম জানান, ‘তখন যে কি হয়েছিল আমি কিছুই বলতে পারি না। তা না হলে নিজের ছেলেকে কি কেউ মেরে ফেলে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

এসএএ/এমজে