পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে আজ থেকে অভিযান পরিচালনা  করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার বেলা ১১টার দিক থেকে গুলশান ২ এলাকায় সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে এ অভিযান শুরু করবেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

জানা গেছে, আজ মেয়রের উপস্থিতিতে পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে অভিযান পরিচালনা করা হবে গুলশান ২ এর ইস্ট গুলশান এলাকায়।

এই অভিযানের কথা উল্লেখ করে সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, গুলশান, বারিধারা, বনানী, নিকেতন এসব লেকগুলোতে আমরা মাছ ছাড়তে গিয়েছিলাম কিন্তু সেখানে পানির দূষণের কারণে আমরা মাছ ছাড়তে পারিনি। জীব ও বৈচিত্র্য আনতে পারিনি। কারণ অভিজাত এলাকায় অভিজাত শ্রেণির মানুষরাই তাদের বাড়ির পয়োবর্জ্যের লাইন সরাসরি এখানে যুক্ত করে দিয়েছেন। এসব এলাকায় যাদের অবৈধভাবে লাইন দিয়ে রেখেছেন তাদের বিরুদ্ধে আমরা আগামী ৪ জানুয়ারি থেকে অভিযান শুরু করব। আমরা তালিকা তৈরি করেছি এখানে কেউ ছাড় পাবেন না। 

এএসএস/এনএফ