রাজধানীর ভাটারা থেকে সৌদি আরবে মানবপাচারকারী চক্রের সদস্য আসাদুল হককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৪ জানুয়ারি) গভীর রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া জানান, গ্রেপ্তার আসাদুলের সঙ্গে ভুক্তভোগী রনি প্রামানিকের মামাতো ভাই মালয়েশিয়া প্রবাসী টুটুলের ভালো সম্পর্ক রয়েছে। আসাদুল ভালো ভিসা দিয়ে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখান। সৌদি আরবে পাঠানোর জন্য রনির কাছে ৭ লাখ টাকা দাবি করেন।

এরপর রনি সৌদি আরবে যাওয়ার জন্য বিকাশে ও নগদ তাকে ৭ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু আসাদুল ভিসা দেওয়ার কথা বলে বিভিন্নভাবে কালক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন।

এ ঘটনায় আসাদুলের বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় দায়ের করা মামলায় তাকে আজ আদালতে পাঠানো হয়। একই ঘটনায় চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জেইউ/কেএ