বাজার নিয়ন্ত্রণে এবার আতপ চালে শুল্ক সুবিধা
বাজার নিয়ন্ত্রণে এবার আতপ চালের আমদানি শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে এক আদেশে সিদ্ধ চাল ও ব্রোকেন রাইসের ক্ষেত্রে আরোপনীয় আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে ১০ শতাংশ পরিমাণ এবং সমুদয় সম্পূরক শুল্ক থেকে শর্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবার সেই তালিকায় আতপ চালকে অন্তর্ভুক্ত করা হলো।
বিজ্ঞাপন
সংশোধিত আদেশে শর্ত সাপেক্ষে একই সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। এর আগে আমদানি শুল্ক ও সম্পূরক শুল্কসহ বিভিন্ন চার্জ মিলিয়ে মোট ৬২.৫০ শতাংশ কর দিতে হতো। এর ফলে বাসমতি ও অ্যারোমেটিক চাল ছাড়া সব ধরনের চাল আমদানিতে এই শুল্ক সুবিধা পাওয়া যাবে। আর এই আদেশ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।
গত ২৫ ফেব্রুয়ারি খাদ্য মন্ত্রণালয় থেকে নন-বসমতি আতপ চালের শুল্ক কমানোর জন্য এনবিআরকে অনুরোধ করে চিঠি দেওয়া হয়।
বিজ্ঞাপন
এর আগে গত ৭ জানুয়ারি চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়। যে আদেশে সিদ্ধ চাল ও ব্রোকেন রাইসের ক্ষেত্রে আরোপনীয় আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে ১০ শতাংশ পরিমাণ এবং সমুদয় সম্পূরক শুল্ক থেকে শর্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়।
শর্তের মধ্যে রয়েছে, প্রজ্ঞাপনের আওতায় রেয়াতি হারে চাল আমদানির আগে প্রতি চালানের জন্য খাদ্য মন্ত্রণালয়ের মনোনীত যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা থেকে লিখিত অনুমতি নিতে হবে।
গত বছরের ২৭ ডিসেম্বর চালের ওপর শুল্ক কমানোর ঘোষণা দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'চালের দাম নিয়ে ভোক্তাদের যাতে কষ্ট না হয়, আবার কৃষকও যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য নিয়ন্ত্রিত মাত্রায় চাল আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।'
আরএম/জেডএস