ঢাকার ধামরাই ইসলামপুর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সাদিয়া আক্তার (১৯) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, ধামরাই থেকে শিশুসহ ৫ জন দগ্ধ হয়ে এখানে এসেছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে জরুরি বিভাগের রেড ইউনিটে মারা যান তিনি। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ আরও ২ জনের চিকিৎসা চলছে। এ নিয়ে শেখ হাসিনা বার্নের পাঁচ জনের মধ্যে তিনজন মারা গেল।

নিহতের বিয়াই সাদ্দাম ঢাকা পোস্টকে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আমার ভাইয়ের শ্যালিকা আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকায়। এর আগে আজ সকালে আমার ভাবি মারা যায়।

এছাড়া দগ্ধ আরও ২ জনের চিকিৎসা চলছে। তারা হলেন, মো. মনজুরুল ইসলাম (৩৫) ও হোসনে আরা হোসনা (২০)।

এসএএ/এফকে