বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বর্তমান কমিশনের মেয়াদ ৩০ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যেই বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা দিতে চায় কমিশন। এ লক্ষ্যে গত রোববার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য সমন্বয়ের গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিলও বলেছিলেন, চলতি মাসেই নতুন মূল্যবৃদ্ধির ঘোষণা আসবে।

তবে মঙ্গলবার (১০ জানুয়ারি) গুঞ্জন ওঠে, আজকেই আসছে নতুন মূল্য বৃদ্ধির ঘোষণা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এমন কোনো কিছুর ঘোষণা এখনই আসার কোনো সম্ভাবনা নেই।

জানতে চাইলে বিইআরসির বিদ্যুৎ বিষয়ক সদস্য বজলুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির কোনো ঘোষণা আজ নেই। ঘোষণা এলে তা জানিয়ে দেয়া হবে।

বিদ্যুৎ সচিব হাবীবুর রহমানের কাছে একই বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমাদের পক্ষ থেকে আজকে বিদ্যুতের মূল্য বৃদ্ধি সংক্রান্ত কোনো ঘোষণা নেই।

আরও পড়ুন- চলতি মাসেই আসছে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে গত সোমবার (৯ জানুয়ারি) বিদুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন,  বিইআরসি বিদ্যুতের দামের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। এখানে সরকারের সংশ্লিষ্টতা নেই। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যের শুনানি করেছে বিইআরসি, এখন তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনজীবনে যেন দুর্বিষহ প্রভাব না পড়ে, সেজন্য কিন্তু বিইআরসি সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেছে। তবে আশা করছি বিইআরসি হঠকারী কোনো সিদ্ধান্ত নেবে না।

গত রোববার বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে গণশুনানিতে বিইআরসির কারিগরি কমিটি প্রতি কিলোওয়াট বিদ্যুতের খুচরা মূল্য ১ টাকা ১০ পয়সা বৃদ্ধির সুপারিশ করে। সেই হিসেবে খুচরা বিদ্যুতের মূল্য গড়ে ৭ টাকা ১৩ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ২৩ পয়সা করার সুপারিশ করা হয়। এ হিসেবে দাম বৃদ্ধি করলে গড়ে বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫ দশমিক ৪৩ ভাগ।

আরও পড়ুন- গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানোর সুপারিশ

গণশুনানি শেষে সমাপনী বক্তব্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল বলেন, কমিশনের মেয়াদ রয়েছে ৩০ জানুয়ারি পর্যন্ত। তার মধ্যেই বিদ্যুতের দামের বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি। এরপর বিদ্যুতের খুচরা দাম বৃদ্ধির আবেদন করে বিতরণ প্রতিষ্ঠানগুলো। সব প্রতিষ্ঠান বলছে, পাইকারি দাম বৃদ্ধির পর খুচরা দাম না বাড়ালে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বে।

এর আগে সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে সব পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। সে সময় পাইকারিতে দাম ৮ দশমিক ৪ শতাংশ বাড়ানোর পাশাপাশি সাধারণ গ্রাহক বা খুচরা পর্যায়ে ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়।

ওএফএ/এমজে