দুটি বেসরকারি ব্যাংকের ৩৬৬ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের মোট পাঁচটি মামলায় মোহাম্মদ নুর-উন-নবীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফ উদ্দিনের আদালত এ আদেশ দেন।

ওই পাঁচটি মামলায় তিনি পলাতক ছিলেন। কয়েকদিন আগে তিনি রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আদালত সূত্র জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের হালিশহর ও আগ্রাবাদ শাখা এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা নুর-উন-নবীর বিরুদ্ধে পৃথক পাঁচটি চেক প্রতারণা মামলা দায়ের করে। এসব মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। সম্প্রতি তিনি ঢাকায় গ্রেপ্তার হন। এতে মামলা পাঁচটির বাদীপক্ষের আইনজীবীরা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান ঢাকা পোস্টকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে নুর-উন-নবী গুলশান থানায় গ্রেপ্তার হন। এ খবর পেয়ে আমরা তাকে চট্টগ্রাম আদালতে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করে আসামিকে ১৮ জানুয়ারি চট্টগ্রাম আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।

কেএ