শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ শুরু করেছে সমাজ কল্যাণমূলক সংগঠন নান্দনিক ফাউন্ডেশন বাংলাদেশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) সুনামগঞ্জ সদরের নান্দনিক পাঠশালা প্রাঙ্গণে ৩০০ নারীকে কম্বল উপহার দেয় সংগঠনটি। এছাড়া দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মধ্যে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা শিলা এ কম্বল বিতরণ করেন। এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন উপস্থিত ছিলেন। 

নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শিলা ঢাকা পোস্টকে বলেন, গতকাল ও আজ শীতার্ত ৩০০ নারীকে কম্বল উপহার দিয়েছি। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি। আরও ৫০০ দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি এই তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে  সমাজের বিত্তশালী মানুষের প্রতি আহ্বান জানান।

এমএইচডি/এসএসএইচ/