বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডের ঢাকা বিভাগের মিটিং সম্পন্ন
‘আমার দক্ষতায়, আমার ক্যারিয়ার’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডের ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের ভার্চুয়াল মিটিং সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডের হেড অব অপারেশন্স সাকিল আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব আইটি টিম হৃদয় হোসেন রাব্বি। মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন হেড অব ইভেন্ট অ্যান্ড প্রোগ্রাম শহিদ উল্লা খাঁন রায়হান, ডেপুটি হেড অব আইটি টিম শাহ মো. আব্দুল্লাহ জাহিদ, ডেপুটি হেড অব ইভেন্ট অ্যান্ড প্রোগ্রাম জাহিদ আনোয়ার শান্ত, ডেপুটি হেড অব গ্রাফিক্স ডিজাইন, আয়মান সাঈদ, ডেপুটি হেড অব ডিস্ট্রিক্ট টিম আসিকুর রহমান রোকন, সাজিদ মোস্তাহিদ জাহিদ, রোকসানা জাহান রিক্তা, ইয়াসিন অর্নব ইমন প্রমুখ।
বিজ্ঞাপন
ঢাকা জেলা কো-অর্ডিনেটর মাহমুদুর রহমান ইমনের সঞ্চালনায় মিটিংটি শুরু হয়। মিটিংয়ে প্রথমে পরিচয় পর্ব দিয়ে শুরু করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডের হেড অব আইটি টিম হৃদয় হোসেন রাব্বি।
আলোচনার একপর্যায়ে প্রত্যেক জেলা কো- অর্ডিনেটরগণ ক্যারিয়ার অলিম্পিয়াড নিয়ে নিজেদের ভাবনা ও সকল টিমের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু পরামর্শ তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পরামর্শ হলো-
বিজ্ঞাপন
জেলার সকল শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার আড্ডার আয়োজন করা; বিভিন্ন ক্যারিয়ার রিলেটেড কর্মশালার আয়োজন করা; নিজেদের মধ্যে কমিউনিকেশন বৃদ্ধিতে নিয়মিত মিটিং আয়োজন করা; প্রত্যেক ডিপার্টমেন্টে ক্যাম্পেইন করে প্রয়োজন অনুযায়ী অ্যাম্বাসেডর নিয়োগ; যে জেলাগুলোতে কো-অর্ডিনেটর নেই সে শূন্য স্থানগুলোতে যোগ্য কো-অর্ডিনেটর নিয়োগ করা।
আলোচনা শেষে ঢাকা জেলা কো-অর্ডিনেটর ও মিটিংয়ের হোস্ট মাহমুদুর রহমান ইমন, গাজী মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডের উত্তরোত্তর সাফল্য কামনা করে মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, ৩৫তম বিসিএস ক্যাডার গাজী মিজানুর রহমানের উদ্যোগে সারা দেশের ৮টি বিভাগের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ৩টি ক্যাটাগরিতে হতে যাচ্ছে বাংলাদেশে ক্যারিয়ারবিষয়ক সর্ববৃহৎ এই অলিম্পিয়াড।
ক্যাটাগরিগুলো হলো-
১. নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সেকেন্ডারি ক্যাটাগরি ২. একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি এবং ৩. ডিগ্রি/অনার্স/মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য টারশিয়ারি ক্যাটাগরি।
এমএ