সর্দি-জ্বরে আক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবুও তিনি বুধবার (১৮ জানুয়ারি) সংসদে এম আব্দুল লতিফের মৌখিক প্রশ্নের দীর্ঘ ১৭ পৃষ্ঠার জবাব দিয়েছেন। 

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে উত্তর দিতে গিয়ে তিনি কিছুটা অসুস্থ বোধ করেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘আমার অস্থির লাগছে’। এ সময় বসে উত্তর দেওয়ার জন্য স্পিকারের কাছে অনুরোধ করেন। একইসঙ্গে তিনি তার বক্তব্যের বাকি অংশ পঠিত বলে গণ্য করারও অনুরোধ করেন।

আরও পড়ুন : কেনা মূল্যেই গ্রাহকদের গ্যাস নিতে হবে : সংসদে প্রধানমন্ত্রী

পরে আব্দুল লতিফ একটি সম্পূরক প্রশ্ন করলে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে তার সংক্ষিপ্ত জবাব দেন। এ সময় স্পিকার সংসদ নেতার উদ্দেশে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বসেও বলতে পারেন। জবাবে প্রধানমন্ত্রী, এটা বলে শেষ করে দেব। ওই সময় তিনি ৩০ সেকেন্ডের মতো কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ হয়।

এসআর/এসকেডি