নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে হাতেনাতে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও মো. সেলিম মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি টিম। 

পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অন্য ব্যক্তির পাসপোর্ট ফর্মসহ হাতেনাতে একজনকে আটক করে দুদক টিম।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর।

দুদক সূত্রে জানা যায়, অভিযানের সময় একজন দালালকে অন্য ব্যক্তির পাসপোর্ট ফর্মসহ আটক করা হয়। এরপর আইনগত ব্যবস্থার জন্য ওই ব্যক্তিকে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এ কে এম আবু সাঈদের নিকট হস্তান্তর করা হয়েছে। এসময় হয়রানি ছাড়া সেবাদান ও পাসপোর্ট সরবরাহের জন্য অফিস কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

অভিযান চলাকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে বলেও জানা গেছে। 

আরএম/এমজে