নবাবগঞ্জে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসেনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

তিনি বলেছেন, আমি ইউএনওকে অনুরোধ করবো, আমরা একটা জায়গা জোগাড় করতে পারি কিনা। যদি রোলার স্কেটিংয়ের জন্য নবাবগঞ্জে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করা যায় তাহলে অনেক ভালো হবে।

সোমবার (২৩ জানুয়ারি) নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবাবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথেলক্টিক্স প্রতিযোগিতা ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, নবাবগঞ্জ ও দোহারে ক্রিকেট ও ফুটবল নিয়ে যেন আরও ভালো কাজ করতে পারি সেজন্য ক্রিকেট ও ফুটবলের জন্য আমি উদ্যোগ নিচ্ছি যদি একটি স্টেডিয়াম ও ট্রেনিং একাডেমি করা যায় কিনা। সেটাও আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।

এর আগে সমৃদ্ধ সংস্কৃতির লালনের গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে নবাবগঞ্জ উপজেলায় শিল্পকলা একাডেমির নতুন ভবনের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য সালমান এফ রহমান।

এমএইচএন/এফকে