রাজধানীর মগবাজারের ওয়ারলেস মোড়ে সেন্ট মেরিস ইন্টারন্যাশনাল স্কুলের সামনে প্লাস্টিকের ড্রামে বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। রমনা মডেল থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল হাসান বলেন, মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল (মঙ্গলবার) রাতে একটি মামলা দায়ের করে। মামলাটি করা হয়েছে বিস্ফোরক আইনে। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিস্ফোরণের রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মগবাজারের ওয়ারলেস মোড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়েছেন।সকাল ৯টা ৫০ মিনিটে দিকে একটি প্লাস্টিকের ড্রামে বিস্ফোরণ ঘটেছে। তবে কী কারণে ড্রামটি বিস্ফোরিত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এমএসি/ওএফ