চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫২
চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা থেকে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে একটি আগ্নেয়াস্ত্র ও ৬৫ হাজার ৯৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনে এবং রাতে জেলার বিভিন্ন থানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ (বুধবার) সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়।
বিজ্ঞাপন
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তারদের মধ্যে আদালতের পরোয়ানা-মূলে ২৫ জন, মাদক মামলায় ১৭ জন, অস্ত্র মামলায় একজন ও অন্যান্য মামলায় নয়জনসহ মোট ৫২ জন রয়েছেন। নিরাপদ চট্টগ্রামের জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এমআর/কেএ
বিজ্ঞাপন