রাজধানীর হাতিরঝিলে চলাচলকারী একটি চক্রাকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় বাসটির চালকসহ কয়েকজন হালকা চোট পেয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৩ মার্চ) রাত ১০টা ২০ মিনিটে হাতিরঝিল প্রকল্পের মধুবাগ আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনাটি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, হাতিরঝিলের মধুবাগ আর্মি ক্যাম্পের সামনে রাত ১০টা ২০ মিনিটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 

তিনি বলেন, এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। হাতিরঝিল এলাকায় চক্রাকার বাস সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলে। তারা এখন বিষয়টি দেখছেন।

এমএসি/ওএফ