রাজধানীর ভাটারার গোলচত্বর এলাকায় ট্রাকের ধাক্কায় রূপচাঁদ (২৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১০টায় মৃত ঘোষণা করেন।

নিহত রূপচাঁদের ভাই কালাচাঁদ ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই একজন অটোচালক। সকালে ভাটারার গোলচত্বর এলাকায় অটো চালিয়ে যাওয়ার সময় বালি ভর্তি একটি ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে আমরা তাকে প্রথমে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় ঘাতক বালির ট্রাকটি আটক করা হলেও পালিয়ে গেছেন চালক। বর্তমানে আমরা ভাটারা এলাকায় থাকি। আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার রঘুরামপুর গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি।

এসএএ/জেডএস