ঢাকার একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল না দেওয়ার পরে এবার তাদের প্রকাশিত ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটি কলকাতা বই মেলাতেও বিক্রি না করার জন্য চিঠি দেওয়া হয়েছে। আদর্শ প্রকাশনীর প্রকাশক মাহবুবুর রহমানকে লেখা এই চিঠিটি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি পাঠিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা। 

মঙ্গলবার থেকে ৪৬তম কলকাতা বই মেলা শুরু হয়েছে। 

তবে বইটি ইতোমধ্যে কলকাতা বইমেলায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন প্রকাশনী সংস্থাটির কর্মকর্তা খায়রুল ইসলাম পলাশ। তিনি বলেন, আমরা তো বইটা কলকাতা বইমেলায় বিক্রির জন্য নিয়ে এসেছি, কিন্তু ওটা বিক্রি করতে বারণ করা হয়েছে আমাদের। 

এ বিষয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতা শ্যামল পালের সঙ্গেও কথা বলেছে বিবিসি। তিনি বলেছেন, তারা কলকাতা বইমেলায় গেছে, সেই সময়ে তারা যাতে কোনও সমস্যায় না পড়ে, তাদের ভালোর জন্য ওই বইটা প্রদর্শন ও বিক্রি করা থেকে বিরত থাকতে বলেছি আমরা। বইটা নিয়ে যেহেতু বিতর্ক হয়েছে, যার মধ্যে সরকার, প্রশাসনও জড়িয়ে গেছে, তাই তারা চাইছেন না যে কলকাতা বইমেলায় আদর্শ স্টলে বইটা রাখা নিয়ে কোনো বিতর্ক হোক।  

এনএফ