বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

মশক নিয়ন্ত্রণে স্পেন থেকে উন্নতমানের কীটনাশক আমদানির আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রোববার (১৪ মার্চ) গুলশানের ডিএনসিসির নগর ভবনে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেজ সালাসের সঙ্গে সাক্ষাৎ করেন আতিকুল ইসলাম। সাক্ষাৎকালে মেয়র এমন আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে মেয়র আতিকুল ইসলাম মশক নিয়ন্ত্রণে স্পেন থেকে উন্নতমানের কীটনাশক আমদানির আগ্রহ প্রকাশ করলে স্পেনের রাষ্ট্রদূত বলেন, মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে স্পেন থেকে উন্নতমানের কীটনাশক আমদানিতে সম্ভাব্য সকল সহযোগিতা করা হবে। এছাড়া স্পেন ঢাকা উত্তর সিটির সঙ্গে পরিবেশবান্ধব নগর পরিবহন ব্যবস্থা, নগর সবুজায়ন, রিসাইক্লিং, স্মার্ট সিটি ও সার্বিকভাবে পৌর-ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে আগ্রহী।

তিনি আরও বলেন, নগর ব্যবস্থাপনায় স্পেনের অনেক ভালো অভিজ্ঞতা আছে, তা আমরা ডিএনসিসির সঙ্গে শেয়ার করতে চাই।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া উপস্থিত ছিলেন।

এএসএস/এফআর