বিজয় স্মরনী মোড়ে গাড়ির চাপ সবসময় বেশি থাকে। কিন্তু আজ দুপুরের যানজট যেন সব ছাড়িয়ে গেছে। তেজগাঁও শিল্পাঞ্চল থেকে শুরু হয়ে যানজট গিয়ে ঠেকেছে মালিবাগ, মৌচাক, বেইলি রোড পর্যন্ত। রাস্তায় প্রতি সিগনালে গাড়ি আটকে থাকছে কমপক্ষে আধা ঘণ্টা।

ডিএমপি’র তেজগাঁও ট্রাফিক বিভাগের তথ্যানুযায়ী, এক ঘণ্টা ধরে যানজট তীব্র হয়েছে সাতরাস্তা মোড়ে। মগবাজার ফ্লাইওভারের উপরেও গাড়ি যেন নড়ছেই না।

খোঁজ নিয়ে জানা যায়, সার্কিট হাউজ রোডে সিটি কর্পোরেশনের রাস্তা কাটার কারণে এ যানজটের সূত্রপাত।

সরেজমিনে দেখা যায়, তেজগাঁও লাভ রোড, সাতরাস্তা, মগবাজার পুরো ফ্লাইওভার, বেইলি রোড, মালিবাগ-মৌচাক সড়কে প্রচণ্ড যানজট। সাতরাস্তার মোড় পার হতে সময় লাগছে অন্তত আধা ঘণ্টা।

শমসের আলী নামে এক সিএনজি চালক বলেন, দুপুরে সড়ক সাধারণত ফাঁকা থাকে। কিন্তু আজকের চিত্র পুরো উল্টো। যানজটে আটকে আছি আধা ঘণ্টা। পুরো মগবাজার ফ্লাইওভার যেন থমকে আছে।

মোটরসাইকেল আরোহী রিজওয়ান মির্জা বলেন, অনেকটা সময় অপেক্ষার পর মগবাজার ফ্লাইওভারে উঠতে পারলেও সামনে এসে দেখি মালিবাগ যেতে ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছেন ট্রাফিক পুলিশ সদস্য। তিনি হাত নাড়িয়ে ইশারা করছেন সোজা চলে যেতে। পুরো ফ্লাইওভারে যানবাহন স্থির হয়ে থাকতে দেখা যায়। বাধ্য হয়ে কাকরাইল দিয়ে ঘুরে খিলগাঁও যেতে হচ্ছে।

মতিঝিল ট্রাফিক বিভাগের উপ-কমিশনার(ডিসি) মোহাম্মদ মইনুল হাসান ঢাকা পোস্টকে বলেন, সার্কিট হাউজ সড়ক প্রায় বন্ধ। সেখানে খোঁড়াখুঁড়ি চলছে। যার চাপ পড়েছে আশপাশের সড়কে। ফ্লাইওভারের উপরে ও নিচে যানবাহনের চাপ বেশি। মাঠ পর্যায়ের ট্রাফিক সদস্যরা মোড়ে মোড়ে কাজ করছে।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ ঢাকা পোস্টকে বলেন, সাতরাস্তা কলাপস করেছে। ফ্লাইওভারে গাড়ি চলাচলের গতি খুবই স্লো। যার চাপ শুধু সাত রাস্তা মোড় নয়, চারদিকে এর প্রভাব পড়েছে। রমনা ও মতিঝিল ট্রাফিককে আমরা অনুরোধ করেছি ক্লিয়ার করার জন্য। সার্কিট হাউজ সড়কে খোঁড়াখুড়ির প্রভাবে আজকের যানজট।

জেইউ/এমজে