ইসলামোফোবিয়া নিয়ে পররাষ্ট্রসচিবের উদ্বেগ
আফগানিস্তানে নারীদের শিক্ষাগত অধিকার নিষিদ্ধ করা এবং পবিত্র কুরআনের মানহানির পাশাপাশি বিশ্বের অনেক জায়গায় ইসলামোফোবিয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এক্ষেত্রে তিনি ওআইসির গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহার সঙ্গে অনুষ্ঠিত সাক্ষাতে ইসলামোফোবিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রসচিব।
বিজ্ঞাপন
সাক্ষাতে তারা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজ দেশে প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান রোহিঙ্গাদের মানবতাবিরোধী অপরাধ মামলার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্রসচিব এ জটিল সমস্যা মোকাবিলায় ওআইসি এবং এর সদস্য দেশগুলোর ভূমিকার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।
পরে মহাসচিবের উপস্থিতিতে পররাষ্ট্র সচিব এবং ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী মহাসচিব ওআইসির সহযোগী সংস্থা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর সদর দপ্তর চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞাপন
মাসুদ বিন মোমেন ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৯তম অধিবেশনের প্রস্তুতিমূলক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে জেদ্দায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
এ সময় সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।
এনআই/এমএ