বিপুল পরিমাণ জাল টাকা জব্দসহ জালনোট প্রস্তুতকারী একটি চক্রের মূলহোতা মো. মোফাজ্জল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি বগুড়া সদরের মো. আব্দুল হাকিমের ছেলে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ এর একটি দল। এসময় তার কাছ থেকে ১০০০ টাকা মূল্যমানের ৮৭টি নোট উদ্ধার করা হয়।

র‌্যাব-৩ অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মোফাজ্জল একটি সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে এবং তা প্রতারনামূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়ীদের জালনোট দিয়ে মালামাল ক্রয়সহ বিভিন্ন লেনদেন করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেইউ/এফকে