ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের ফুটপাত থেকে অজ্ঞাত এক নারীর(৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার সময় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন।

তিনি বলেন, ঢামেক হাসপাতালের ফুটপাতে এক নারী অচেতন অবস্থায় পড়ে আছে এমন একটি খবর পায় আমরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আশপাশের লোকমুখে জানতে পারি বেশ কিছুদিন ধরে ফুটপাতে অবস্থান করছিলেন অজ্ঞাত এই নারী। তবে আমরা তার পরিচয় এখনো শনাক্ত করতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা করছি।

এসএএ/এমজে