তুরস্ক দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রিফ করেন রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান/ ঢাকা পোস্ট

বাংলাদেশের কাছ থেকে খাদ্য ও ওষুধ সামগ্রী সহায়তা চেয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ তুরস্ক। বৃহস্পতিবার তুরস্ক দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে এ সহায়তা চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

রাষ্ট্রদূত তুরান বলেন, আমরা বাংলাদেশ থেকে সহায়তা নিতে চাই। আমাদের শীতের কাপড়, ওষুধ, শুকনো খাবার ইত্যাদি সহায়তা দিতে পারেন। ঢাকার টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো অর্ডিনেশন এজেন্সি (টিকা) অফিস এসব সহায়তা নেবে। তারা এসব সামগ্রী তুরস্কে পাঠাবে।

দেশটি নগদ কোনো অর্থ সহায়তা নেবে না জা‌নি‌য়ে রাষ্ট্রদূত ব‌লেন, টিকা অফিস কোনো নগদ অর্থ সহায়তা নেবে না। কেননা এখানে আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। সে কারণে অর্থ পাঠাতে জটিলতা তৈরি হবে। 

ভূ‌মিক‌ম্পের ঘটনায় দ্রুত সাড়া দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ছেন রাষ্ট্রদূত তুরান। তি‌নি ব‌লেন, ভূমিকম্পে বাংলাদেশ সরকার খুব দ্রুত সাড়া দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী শোক বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশ পতাকা অর্ধনমিত রেখেছে। আমরা চির কৃতজ্ঞ।

এনআই/এসকেডি