চট্টগ্রামের বাঁশখালীতে গান পাউডার ছড়িয়ে আগুনে পুড়িয়ে ১১ জনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার ৩৪ সাক্ষীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন আদালত। একই সঙ্গে আগামী ৬ মার্চ সাক্ষির জন্য মামলাটির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। 

রোববার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলামের আদালত এ আদেশ দেন। 

আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীলপাড়ার একটি মাটির তৈরি দোতলা বাড়ির দরজা-জানালা বন্ধ করে দেয় অভিযুক্তরা। পরে গান পাউডার ছিটিয়ে বাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। 

এ ঘটনায় নিহত হন তেজেন্দ্র লাল শীল (৭০), তার স্ত্রী বকুল শীল (৬০), ছেলে অনিল শীল (৪০), অনিলের স্ত্রী স্মৃতি শীল (৩২), অনিলের তিন সন্তান রুমি শীল (১২), সোনিয়া শীল (৭) ও চার দিন বয়সী কার্তিক শীল, তেজেন্দ্র শীলের ভাইয়ের মেয়ে বাবুটি শীল (২৫), প্রসাদি শীল (১৭), অ্যানি শীল (৭) এবং কক্সবাজার থেকে বেড়াতে আসা আত্মীয় দেবেন্দ্র শীল (৭২)। ঘটনার সময় দো-তলার জানালা ভেঙে কৌশলে লাফ দিয়ে প্রাণে বাঁচেন তেজেন্দ্র লাল শীলের ছেলে বিমল শীল। পরে তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। 

কয়েক দফা তদন্ত শেষে ২০১১ সালের ৯ জানুয়ারি আলোচিত এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আইনিপ্রক্রিয়া শেষে এই মামলায় ৩৮ আসামির বিরুদ্ধে বিচার শুরু করে আদালত।

চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন ঢাকা পোস্টকে বলেন, এ মামলায় ৫৭ জনের মধ্যে মাত্র ২৩ জন সাক্ষ্য দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ময়নাতদন্ত করা চিকিৎসকসহ বাকি ৩৪ সাক্ষি আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। এদের আদালতে হাজির করার জন্য বিশেষ করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। সাক্ষিরা এলে আলোচিত এ মামলা দ্রুত শেষ করা যাবে। 

এমআর/এসএম