রুগ্ণ হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
ছবি : সংগৃহীত
১৩ ফেব্রুয়ারি ২০২৩।
মহাসড়কে রপ্তানির পোশাক চুরিতে সক্রিয় ১০টি চক্রের সন্ধান পাওয়া গেছে। অধিকাংশ চুরির ঘটনায় ঘুরেফিরে এই চক্রগুলোর নামই উঠে আসছে। এসব চক্রের অনেকেই বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন। তবে কিছুদিন পর জামিনে ছাড়া পেয়ে আবারও তাঁরা চুরিতে জড়িয়ে পড়ছেন। এর পাশাপাশি আজকের জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবরগুলো একবার দেখে আসি—
বিজ্ঞাপন
প্রথম আলো
রপ্তানির পোশাক চুরির ১০ চক্র ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে
বিজ্ঞাপন
রপ্তানির পণ্য চট্টগ্রাম বন্দরে নেওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গড়ে প্রতি মাসে ৪২ থেকে ৪৫টি চুরির ঘটনা ঘটছে। এই হিসাবে বছরে পাঁচ শতাধিক চুরির ঘটনা ঘটে। তবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বলছে, গত বছর রপ্তানির পোশাক চুরির ঘটনা মাত্র ২২টি।
আরও পড়ুন >>> ঢাকার বায়ু দূষণ কমাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ
ধীরে ধীরে রুগ্ণ হয়ে যাচ্ছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সেখানে সবচেয়ে বেশি দুর্বল খাত-আইটি বা তথ্যপ্রযুক্তি। সার্ভার সমস্যা যেন নিত্যদিনের ঘটনা। এতে বিঘ্ন ঘটে লেনদেন।
যুগান্তর
ধীরে ধীরে রুগ্ণ হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
তিন বছরে বড় কোনো কাজ দূরের কথা, ডিএসইর ভবনটিও উদ্বোধন করতে পারেনি। এমনকি ব্যবস্থাপনায় চলছে চরম স্বেচ্ছাচারিতা। মেধাবীদের বাদ দিয়ে বিতর্কিতদের পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। দশ বছরেও স্টক এক্সচেঞ্জ পূর্ণাঙ্গ ডিমিউচুয়ালাইজেশন (মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদকরণ) হয়নি।
মাধ্যমিক স্তরে গণিত এবং ইংরেজি বিষয়ে পাঠদান করেন প্রায় ৮৩ (৮২ দশমিক ৫) শতাংশ অন্য বিষয়ের ডিগ্রিধারী শিক্ষক। এরমধ্যে গণিতে ৮১ ও ইংরেজিতে ৮৪ শতাংশ শিক্ষক রয়েছেন।
যুগান্তর
গণিত-ইংরেজির শিক্ষক ভিন্ন বিষয়ে ডিগ্রিধারী
শিক্ষক ঘাটতির কারণে ছাত্রছাত্রীরা উল্লিখিত তিন বিষয়ে প্রয়োজনীয়তা দক্ষতা অর্জন করতে পারছে না। যারা দক্ষতা অর্জন করতে চায় তাদের প্রাইভেট-কোচিংয়ের ওপর নির্ভর করতে হচ্ছে।
কৃষির উন্নয়ন, শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে যারা নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, সেই কৃষিবিদরাই নানা কারণে দ্বিধাবিভক্ত, জড়িয়ে পড়েছেন রেষারেষিতে। প্রকাশ্যেই করছেন কাদা ছোড়াছুড়ি। তাঁদের দ্বন্দ্ব গড়িয়েছে আদালত আঙিনায়। চলছে মামলা-পাল্টা মামলা।
সমকাল
কাদা ছোড়াছুড়ি বিভাজনে অস্বস্তিতে কৃষিবিদরা
কৃষির নানা দপ্তরে চলছে অস্থিরতা। খেই হারাচ্ছে কার্যক্রম। নেতাদের রেষারেষির কারণে কৃষিবিদরা তাঁদের মেধা ঠিকমতো মেলে ধরতে পারছেন না। অনেক ক্ষেত্রে পূরণ হচ্ছে না তাঁদের দাবি-দাওয়া।
আরও পড়ুন >>> আমার গ্রাম, আমার শহর
২০২২ থেকে ২০৩০ সাল—এ সময়ের গ্যাস খাতের উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছে পেট্রোবাংলার হাইড্রোকার্বন বিভাগ। এতে ভূতাত্ত্বিক জরিপ, গ্যাসকূপ খনন, উন্নয়ন ও রিগ কেনাসহ সাত ধরনের পরিকল্পনা নেয়া হয়েছে।
বণিক বার্তা
জেনেশুনে অদূরদর্শী পরিকল্পনা
দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে জ্বালানি বিভাগ। চলতি অর্থবছরের দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৮ হাজার কোটি টাকা। সেই হিসাব বিবেচনায় নিলে আগামী আট অর্থবছরে ব্যয় হবে ২ লাখ ২৪ হাজার কোটি টাকা, ডলারের হিসাবে ২১ বিলিয়ন।
এছাড়া কেনাবেচার রসিদে গোপন করা হচ্ছে প্রকৃত মূল্য; উপজেলায় সেরা হাসপাতাল পাঁচবিবি ফুলবাড়ি, ছাগলনাইয়া ও সোনারগাঁ; নাড়া দিয়েছে আ. লীগ সাড়া পেয়েছে বিএনপি; নির্বাচনের আগেই রেলের চার প্রকল্প চালু হচ্ছে; গুলশান লেক ‘দখল’ করে কাউন্সিলরের মাছচাষ সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।