নেদারল্যান্ডসে এক উগ্র ডানপন্থী কর্মী কর্তৃক পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রতিবাদের অধিকার, বাকস্বাধীনতা বা মানবাধিকারের নামে নেদারল্যান্ডসে এক মাসের মধ্যে এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে আবারও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অযৌক্তিক উস্কানি বন্ধ করা এবং মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীক সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানায় বাংলাদেশ।

এনআই/এফকে