বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) মিরপুর মাজার রোড এলাকায় বেলা ১১টা ৪৫ মিনিট থেকে বিচ্ছিন্নকরণ অভিযান শুরু করা হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মোট ৬১টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব অবৈধ লাইনের জরিমানা বাবদ এখন পর্যন্ত ৩টি ভবন থেকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করছেন মিরপুর তিতাস জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহিদুর রহমান।

শাহিদুর রহমান বলেন, আমরা প্রতিনিয়ত এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। অনেক বাসাবাড়িতে একটি বা দুটি বৈধ সংযোগ নিয়ে সেখান থেকে অন্যান্য লাইনগুলো টানা হয়, যা অবৈধ। আজকের অভিযানে আমরা অবৈধসহ বৈধ লাইনগুলোও কাটছি।পাশাপাশি জরিমানাও করছি। দিনব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।

ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলাম বলেন, আমরা সকাল থেকেই অভিযান শুরু করেছি। যেসব বাসাবাড়িতে অবৈধ সংযোগ রয়েছে সেগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে এবং জরিমানাও আদায় করা হচ্ছে। অবৈধ সংযোগের ফলে তিতাস এবং সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারে নিরুৎসাহিত করতেই আমাদের এ অভিযান।

ওএফএ/জেডএস