রাজধানীর কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি এলাকা থেকে সুমি খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার পরিদর্শক নুসরাত জাহান নুপুর ঢাকা পোস্টকে বলেন, ভোর রাতে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পারি, সুমি খাতুনের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আক্কেলপুর গ্রামে। চলতি মাসে তিনি ঢাকার ১১/১২ ঝাউলাহাটি, হাজির ঘাট কামরাঙ্গীরচরে সুরুজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। পারিবারিক কলহের জেরে ভোর রাতে সে নিজের ঘরে ঢুকে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য তার মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এসএএ/এফকে