রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ১২ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন থেকে নিজেদের বাঁচাতে কয়েকজন বাসিন্দা লাফ দিয়েছেন। অনেকে তাদের উদ্ধার করার জন্য টর্চলাইট দিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন।
  
সরেজমিনে দেখা যায়, রাত ৯টার পর হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে যায়। ৯টা ৮ মিনিটের দিকে ভবনটির ১১তলা থেকে ৩ জন বাসিন্দা তাদের উদ্ধার করার জন্য টর্চলাইট দিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কর্মীদের কাছে তাদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় বাসিন্দারা সেখান থেকে লাফ দেন।

জানা গেছে, লাফ দেওয়া বাসিন্দারা ভবনটির ৬ষ্ঠ তলায় বসবাস করেন। জীবন বাঁচাতে তারা ১১তলায় ওঠেন।

এদিকে ইকবাল নামে ভবনটির এক বাসিন্দার গাড়ির চালক বলেন, আমার ম্যাডাম ও কাজের মেয়ে ১১তলায় উঠেছেন। তারা প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিস কর্মীদের কাছে আকুতি জানিয়েছেন। পরে তারা ভবন থেকে লাফ দেন।

রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 

রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এমএসি/জেডএস