চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জায়গা দখল
চট্টগ্রামের হাটহাজারীতে আহমদ হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জায়গা দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পরবর্তীতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধার বাড়ি পরিদর্শন করেন প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলেও জানান তারা।
বিজ্ঞাপন
স্থানীয় একটি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মো. লোকমানের সঙ্গে জায়গা নিয়ে বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বৈঠকে কোনো সমাধান হয়নি। একপর্যায়ে লোকমান ১৫ ফেব্রুয়ারি ও ১৭ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের জায়গা দখল এবং তাকে মারধরের চেষ্টা করেন।
সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে মারধরের একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় লোকজন ও মুক্তিযোদ্ধারা ক্ষোভে ফেটে পড়েন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের ও দেয়াল ভেঙে দখল হওয়া জায়গা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, খবর পাওয়া মাত্র গতকাল (মঙ্গলবার) আমি নিজে ঘটনাস্থলে যাই। একইসঙ্গে হাটহাজারী থানার ওসিকে পুলিশের একটি টিম পাঠাতে বলি। বীর মুক্তিযোদ্ধাকে নির্যাতনের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। একটি দেয়াল ভেঙে দখল করা জায়গা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত লোকমানসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এই মামলায় লোকমানের স্ত্রীকে গ্রেপ্তার করে আজ (বুধবার) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত লোকমানের এক ছেলে প্রবাসী। তিনিও বীর মুক্তিযোদ্ধাকে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়ায় পুলিশ তার পাসপোর্ট জব্দ করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করি তারাও আইনের আওতায় আসবেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এক কথায় আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি।
এমআর/কেএ