রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি প্রস্তুত কি?
ছবি : সংগৃহীত
২৩ ফেব্রুয়ারি ২০২৩।
দেশে সড়ক নির্মাণ ও ব্যয় দুটোই বাড়ছে। ১৯৭০ সালে পাকা সড়ক ছিল ৩ হাজার ৮৮০ কিলোমিটার। ৫৩ বছরের ব্যবধানে এখন তা বেড়ে ১ লাখ ৭০ হাজার কিলোমিটার। মূলত আশির দশকে দেশের যোগাযোগ খাতে জোর দেওয়া হয়। গত এক যুগে এই খাতে বিনিয়োগও বেড়েছে। এর পাশাপাশি আজকের জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবরগুলো একবার দেখে আসি—
বিজ্ঞাপন
প্রথম আলো
বিপুল বিনিয়োগের সড়ক কতটা মানসম্মত
বিজ্ঞাপন
নতুন সড়ক ২০ বছর পর্যন্ত টিকে থাকবে ধরে নিয়ে বিনিয়োগ করা হয়। কিন্তু বাংলাদেশে সড়ক-মহাসড়ক নির্মাণের ৩-৫ বছরের মধ্যে মেরামতের দরকার পড়ে।
আরও পড়ুন >>> নিমতলী, চুড়িহাট্টা, সীতাকুণ্ড ট্র্যাজেডি : এর শেষ কোথায়?
ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন যুবলীগের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদ ব্যবহার করে সংঘবদ্ধ চাঁদাবাজি ও ক্যাসিনো (জুয়া) থেকে এ কে এম মমিনুল হক সাঈদ অবৈধভাবে আয় করেছেন ২৫ কোটি টাকা।
প্রথম আলো
চাঁদাবাজি ও ক্যাসিনো থেকে ক্যাসিনো সাঈদের যত আয়
‘ক্যাসিনো সাঈদ’ নামে পরিচিত মমিনুল হক সাঈদ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলায় আদালতে দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করেছে, সিঙ্গাপুর, ওমান ও মালয়েশিয়ায় ৭৮ লাখ টাকা পাচার করেছেন তিনি।
গ্রেপ্তার ওই ২০ জনের মধ্যে ১৭ জন নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার সদস্য। অন্য তিনজন পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য।
কালের কণ্ঠ
দাওয়াতি ফাঁদে বিপথে তরুণরা
গ্রেপ্তার হওয়া অন্য ১৬ জনের পরিবারের সঙ্গেও কথা বলেছে কালের কণ্ঠ। তাঁদের অভিভাবকরাও বলেছেন, জঙ্গিদের দাওয়াতি ফাঁদে পড়ে তাঁদের সন্তানরা ঘর ছেড়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারাও বলছেন, সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার জঙ্গিদের জিজ্ঞাসাবাদে সারা দেশে তাঁদের দাওয়াতি কর্মকাণ্ড বৃদ্ধির তথ্য পাওয়া গেছে।
সারা দেশ থেকে বান্দরবানের পাহাড়ে নিয়ে যাওয়া জঙ্গিদের বয়ান দিতেন মো. মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখ (৪৮)। তাঁর উদ্দেশ্যই ছিল ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে কর্মীদের মানসিকভাবে জিহাদের জন্য প্রস্তুত করা। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার এই নায়েবে আমিরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
কালের কণ্ঠ
জিহাদের জন্য প্রস্তুত করতেন মহিবুল্লাহ
২০২২ সালের জানুয়ারিতে সিটিটিসির হাতে গ্রেপ্তারকৃত শুরা সদস্য ডা. শাকের ওরফে শিশির, পলাতক জঙ্গি নেতা শামিন মাহফুজ এবং গ্রেপ্তারকৃত মো. মহিবুল্লাহ ওরফে ভোলার শায়খ বান্দরবানের দুর্গম পাহাড়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষণ ক্যাম্পে যান।
স্থানীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস যুক্ত হচ্ছে প্রায় ২ হাজার ২০০ মিলিয়ন (২২০ কোটি) ঘনফুট। এর মধ্যে ১ হাজার ৩০০ মিলিয়ন (১৩০ কোটি) ঘনফুটের কিছু বেশি সরবরাহ হচ্ছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন পরিচালিত গ্যাসক্ষেত্র থেকে, যা মোট স্থানীয় সরবরাহের ৬০ শতাংশের বেশি।
বণিক বার্তা
ফুরিয়ে আসছে শেভরনের মজুদ, রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানিগুলো প্রস্তুত কি?
বহুজাতিক কোম্পানিটি পরিচালিত তিনটি গ্যাসক্ষেত্রে এখন মজুদ নেমে এসেছে ৪৭৬ বিলিয়ন (৪৭ হাজার ৬০০ কোটি) ঘনফুটে। সরবরাহ বর্তমান মাত্রায় চালু থাকলে আগামী দুই-তিন বছর পেরোনোর আগেই শেভরনের গ্যাসক্ষেত্রগুলোর মজুদ ফুরিয়ে আসার কথা। বিষয়টি উদ্বিগ্ন করে তুলছে জ্বালানি খাতের বিশেষজ্ঞ পর্যবেক্ষকদের।
আরও পড়ুন >>> ছাত্রলীগ : আদর্শিক রাজনীতির ধারক
মিরপুরের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকার সঙ্গে রাজশাহীর এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিয়ে হয় ২০১১ সালে। তাদের এক কন্যাসন্তান। টানাপড়েনের জেরে ২০১৮ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সন্তানের অভিভাবকত্ব ও হেফাজতের অধিকার পেতে ২০২০ সালের ২৩ জানুয়ারি ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন শিশুর মা।
দেশ রূপান্তর
সন্তান বড় হয় মামলা শেষ হয় না
মামলার সময় শিশুর বয়স ছিল পাঁচ বছর। একই দাবিতে শিশুর বাবা ২০২১ সালের ২৮ নভেম্বর রাজশাহী পারিবারিক আদালতে পাল্টা মামলা করেন। বাবা-মায়ের মামলার জেরে বিপাকে পড়ে ওই শিশু।
এছাড়া দেনা পরিশোধে ১০ বছর সময় পাচ্ছে পদ্মা ব্যাংক; সংলাপের সম্ভাবনা, তবে...; ভ্যাটের অর্ধেকই ১১০ প্রতিষ্ঠানের সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।