সাভারের আমতলা এলাকায় রান্না করতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও তার দুই মেয়ে দগ্ধ হয়েছেন।

শনিবার সকালে এই ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। দগ্ধরা হলেন- মা ইয়াসমিন (৪০), মেয়ে শিমু (১৭) ও  লতিফা (১৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্নও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব। তিনি ঢাকা পোস্টকে বলেন, সাভার থেকে দগ্ধ অবস্থায় তিনজন আমাদের এখানে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এখনও কার কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি নির্ধারণ করা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।

দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা সুজামিয়া ঢাকা পোস্টকে বলেন, মা ইয়াসমিন ও মেয়ে শিমু গার্মেন্টসে চাকরি করে এবং ছোট মেয়ে লেখাপড়া করে। সকালবেলা গার্মেন্টসে যাওয়ার জন্য রান্না করতে যায়। হঠাৎ গ্যাস থেকে বিস্ফোরণে তাদের তিনজনের গায়ে আগুন লেগে যায়।  

এসএএ/এনএফ