ছবি : সংগৃহীত

২৮ ফেব্রুয়ারি ২০২৩।

বাংলাদেশ পাট কর্পোরেশনের (বিজেসি) মোট জমির পরিমাণ ২৯৫ একর। এর মধ্যে ১৯০ একরই বেদখলে। অর্থাৎ কর্পোরেশনটির নিয়ন্ত্রণে রয়েছে মাত্র ১০৫ একর জমি। এ নিয়ে ২০২১ সালের ২৩ ডিসেম্বর প্রথম আলোয় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বছর পেরিয়ে গেলেও বেদখল জমির এক ছটাকও উদ্ধার হয়নি। এর পাশাপাশি আজকের জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবরগুলো একবার দেখে আসি—

প্রথম আলো

এক ছটাক জমিও উদ্ধার হয়নি

সারা দেশের সাতটি অঞ্চলে জমি রয়েছে বিজেসির। এর মধ্যে ছয় অঞ্চলের জমিই বেদখল হয়েছে। বিজেসির মোট জমির পরিমাণ ছিল ৬৮৫ একর। ২০১২ সাল পর্যন্ত প্রায় ৩৯০ একর বিক্রি করা হয়।

পিরোজপুর পৌরসভার খুমুরিয়া মহল্লার মো. ইব্রাহিম (৭০) অবসরের আট লাখ টাকা এহসান গ্রুপে আমানত রেখেছিলেন। ছয় মাস লভ্যাংশ পাওয়ার পর তা বন্ধ হয়ে যায়। অনেক ঘোরাঘুরি করেও আমানতের টাকা ফেরত পাননি তিনি। বরং টাকা চাইতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন।

প্রথম আলো

শত কোটি টাকা কি ফেরত পাবেন গ্রাহকেরা

এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান গ্রেপ্তারের পর ইব্রাহিম ভেবেছিলেন, জামানতের টাকা ফেরত পাবেন। কিন্তু গত দেড় বছরে ইব্রাহিমসহ কোনো গ্রাহক টাকা ফেরত পাননি। রাগীব আহসান, তাঁর বাবা ও তিন ভাইকে গ্রেপ্তার এবং তাঁদের সম্পদ আদালতের নির্দেশে ক্রোক করার পরও আমানতের টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আছেন ১০ হাজারের বেশি গ্রাহক।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত ৬ জানুয়ারি বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হন। এতে আহত হন অন্তত ১০ জন। ওই দিন ছিল শুক্রবার। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় গোড়াই-সখীপুর সড়কে এ ঘটনা ঘটে।

প্রথম আলো

দেশের যে ১০৮ এলাকায় সড়ক দুর্ঘটনা বেশি হয়

মির্জাপুর, ভূঞাপুর এবং জেলার সদর উপজেলায় গত বছরের ১৫ ডিসেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত সাতটি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি দুর্ঘটনাই ঘটে মির্জাপুরে। সাত দুর্ঘটনায় প্রাণ হারান তিনজন। ঘন কুয়াশায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে গিয়েই এসব দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের ভাষ্য।

আরও পড়ুন >>> ঢাকার বায়ু দূষণ কমাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ 

বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের পরিসর আরও সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারি চাকরিতে থাকা ব্যক্তিরা এ সুযোগ নিতে পারবেন না। এর আগে নিজ দেশের পাশাপাশি ৫৭ দেশের নাগরিকত্ব নেয়ার সুযোগ মিলত। সেই তালিকায় যুক্ত হয়েছে আরও ৪৪টি দেশ।

বণিক বার্তা

১০১ দেশের দ্বৈত নাগরিকত্বের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

সব মিলিয়ে এখন এ সুবিধার আওতায় আসছে ১০১টি দেশ। অর্থাৎ এসব দেশের নাগরিকত্ব গ্রহণ করা কোনো বাংলাদেশি চাইলে দেশেও নাগরিকত্ব অব্যাহত রাখতে পারবেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

রমজান আসন্ন। হাতে সময় এক মাসও নেই। তাই রোজাকে সামনে রেখে ভোক্তাদের উদ্বেগ-উৎকণ্ঠার শেষ নেই। এমনিতে রোজা আসার আগেই নিত্যপণ্য সব জিনিসপত্রের দাম আকাশছোঁয়া।

যুগান্তর

উৎকণ্ঠায় সাধারণ মানুষ, কঠোর সরকার

চাল, ডাল, মাছ, মাংসসহ অনেক পণ্যের দাম চড়া। সাধারণ মানুষের নাগালের বাইরে। তবে সরকার দাবি করছে, রোজার সময় বেশি প্রয়োজনীয় ছয়টি পণ্যের তেমন কোনো সংকট হবে না।

ব্যয়বহুল ডায়াবেটিস চিকিৎসার ব্যয় আরও বেড়েছে। এ রোগের পরীক্ষা ও চিকিৎসায় ব্যবহৃত স্ট্রিপ, ইনসুলিন এবং মুখে খাওয়া বিভিন্ন ওষুধের দাম বাড়ায় রোগীপ্রতি মাসিক খরচ দুই থেকে চার হাজার টাকা বেড়েছে। এসব খরচ পুরোটাই রোগীকে বহন করতে হয়। এমন পরিস্থিতিতে সাধারণ পরিবারের ডায়াবেটিক রোগীর চিকিৎসা কষ্টসাধ্য হয়ে উঠেছে।

কালের কণ্ঠ

ডায়াবেটিসের ওষুধের দাম ৩০% বেড়েছে

বিশ্বে ডায়াবেটিস চিকিৎসা ব্যয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম স্থানে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে ডায়াবেটিক রোগী এক কোটি ৩০ লাখের মতো। এর মধ্যে মাত্র ৫৯ লাখ রোগী চিকিৎসা নিচ্ছে। বাকি ৭১ লাখ রোগী চিকিৎসার বাইরে।

আরও পড়ুন >>> অর্থনৈতিক মন্দার শিকড় কোথায়?

বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র না পাওয়ায় সিঙ্গাপুর যেতে অনেকে বাধার মুখে পড়ছেন। কারো কারো ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে চারটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে জালিয়াতি করে সিঙ্গাপুরে প্রায় ৬৬ হাজার কর্মী পাঠানোর অভিযোগ তদন্ত করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

কালের কণ্ঠ

বিএমইটির ছাড়পত্র নেই বাতিল হচ্ছে ফ্লাইট

বিএমইটির ছাড়পত্র না পাওয়ায় সম্প্রতি সিঙ্গাপুরের ফ্লাইট বাতিল হয় রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মাহির আহমেদের। জমি বিক্রি করে এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে সিঙ্গাপুর যাওয়ার জন্য ১০ লাখ টাকা জমা দিয়েছেন তিনি।

যে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বড় রকমের দুর্নীতির অভিযোগ উঠল এবং সেই দুর্নীতির অনুসন্ধান শুরু করল যে সংস্থাটি, বছর পেরোতে না পেরোতেই সেই সংস্থারই মাথার ওপরে নাজেল হলেন ওই ‘দুর্নীতিবাজ’ কর্মকর্তাটিই।

প্রতিদিনের বাংলাদেশ

অভিযুক্তই যখন কর্মকর্তা

২০০৪ সালের ৯ মে তারিখে গঠিত হয় স্বাধীন ‘দুর্নীতি দমন কমিশন’, সংক্ষেপে একে ডাকা হয় দুদক নামে। দুদকের ওয়েবসাইটে এই কমিশনের ‘রূপকল্প ও লক্ষ্য’ অধ্যায়ে লেখা আছে, ‘সমাজের সর্বস্তরে প্রবহমান একটি শক্তিশালী দুর্নীতিবিরোধী সংস্কৃতির চর্চা এবং এর প্রসার সুনিশ্চিত করা’ দুদকের রূপকল্প আর ‘অব্যাহতভাবে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং উত্তম চর্চার বিকাশ সাধন করা’ দুদকের লক্ষ্য।

এছাড়া পেঁয়াজ রসুন আলুর দাম এখনো স্বস্তিতে; জেদের শিকার দুই শিশু ভবিষ্যৎ নিয়ে শঙ্কা; গ্যাস নেই, তবু একের পর এক প্রকল্প; শিল্পের স্বার্থকেই অগ্রাধিকার সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।