রাজধানীর গোপীবাগে একটি রিকশার গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬ ইউনিট কাজ করে রাত ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বুধবার (১ মার্চ ) রাত ১১টা ২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহিন আলম বলেন, আজ রাত ১১টা ২ মিনিটে রাজধানীর গোপীবাগে একটি রিকশার গ্যারেজে আমরা আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

এমএসি/এমএ