ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, শুধু আইন করে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব না, প্রয়োজন জনসচেতনতা। এ জনসচেতনতা সৃষ্টিতে জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান,  জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাল্যবিবাহ নিরোধ কমিটিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কোর্স বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহের সুনির্দিষ্ট তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নেব। বাল্যবিবাহের ক্ষেত্রে কোনো ছাড় নেই। তবে মিথ্যা অভিযোগ দেয়া যাবে না।

এ সময় ঢাকা বিভাগীয় তথ্য অফিসের পরিচালক কাজী গোলাম আহাদ বলেন, ইদানীং আমাদের দেশে বিবাহের ক্ষেত্রে কোর্ট ম্যারেজ খুবই পরিচিত লাভ করছে। এটার কারণেই বাল্যবিবাহের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েই চলছে। এটাকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কোনোভাবেই বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হবে না।

এ সময় ঢাকা আহ্ছানিয়া মিশনের দায়িত্বে থাকা কর্মকর্তা ফারহানা বেগমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার অতিরিক্ত ম্যাজিস্টেট এ কেএম হেদায়েতুল ইসলাম।

এমএল/এনআর/এমজে