আলিয়ঁস ফ্রঁসেজে ‘উইংস অব আর্ট’
২৮টি শিল্পকর্ম নিয়ে রাজধানীর অলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে জমকালো এক প্রদর্শনী।
উইংস অব উইন্ড ও শিল্পাঙ্গণের যৌথ আয়োজনে গতকাল সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন রুবানা হক। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পী অধ্যাপক জামাল হোসেন।
বিজ্ঞাপন
উদ্বোধনী আনুষ্ঠানিকতার শুরুতেই পরপর দুটি দলীয়নৃত্য পরিবেশন করে নাচের দল স্পন্দনের শিল্পীরা। এরপর উইংস অব উইন্ডের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
‘উইংস অব আর্ট শিরোনামের এই দলীয় প্রদর্শনীর শিল্পীরা হলেন- সমরজিৎ রায় চৌধুরী, আবুল বারক আলভী, বীরেন সোম, অলকেশ ঘোষ, তরুণ ঘোষ, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, রেজাউন নবী, সিদ্ধার্থ তালুকদার, আহমেদ শামসুদ্দোহা, শিশির ভট্টাচার্য, শেখ আফজাল, সাইদুল হক জুইস, মোহাম্মদ ইকবাল, কারু তিতাস, বিপুল শাহ, মাহমুদুর রহমান দীপন, এএইচ ঢালি তমাল, কামাল উদ্দিন, আল আখির সরকার, বিপ্লব চক্রবর্তী, আব্দুল্লাহ আল বশির, মঞ্জুর রশিদ ও কামরুজ্জোহা জোহা।
বিজ্ঞাপন
এনএফ