ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ প্রকল্প তদারকি করতে দায়িত্ব
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ড ভিত্তিক সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ প্রকল্পের (প্রস্তাবিত) কাজ তদারকি করার জন্য একজন সহকারী প্রকৌশলীকে দায়িত্ব প্রদান করেছে সংস্থাটি।
শনিবার (৪ মার্চ) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এ বিষয়ে ডিএসসিসির সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে এই দায়িত্ব প্রদান করে দপ্তর আদেশ জারি করেছেন ডিএসসিসির সচিব আকরামুজ্জামান।
বিজ্ঞাপন
সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, ডিএসসিসির সহকারী প্রকৌশলী (পুর) মোহাম্মদ গোলাম কিবরিয়াকে নিজ দায়িত্বসহ এই অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্প ও ওয়ার্ড ভিত্তিক সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ তদারকি করবেন।
এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ রাজধানীর খিলগাঁওয়ে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ কাজ শুরু করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ৫ তলাবিশিষ্ট খিলগাঁও সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নির্মাণ আগামী বছরের ২৬ এপ্রিলে সমাপ্ত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ১০ কাঠা জমির ওপর এই সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করা হবে। ভবনের নিচতলায় থাকবে কার পার্কিং, ১ম তলায় কাউন্সিলর অফিস ও প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র, ২য় তলায় ব্যায়ামাগার, বহুমুখী ব্যবহারযোগ্য কক্ষ ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ক্লাব, ৩য় ও ৪র্থ তলায় সামাজিক অনুষ্ঠান কেন্দ্র ব্যবস্থা থাকবে। এই সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে খাবারের আসন থাকবে ৩২০টি (প্রতি ব্যাচে)।
এএসএস/ওএফ