রাজধানীর বনশ্রীর গুদারাঘাট এলাকায় এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতাপ সরকার (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, বনশ্রী থেকে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ এক যুবক আমাদের জরুরি বিভাগে এসেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তবে তার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সেটা এখনো জানা যায়নি।

দগ্ধ প্রতাপ সরকারের বন্ধু প্রদীপ ঘোষ ঢাকা পোস্টকে বলেন, প্রদীপ এসির কাজ করে। এসির কাজ করার সময় ড্রিল মেশিন দিয়ে দেয়াল ছিদ্র করছিল। পাশে থাকা হাই ভোল্টেজ তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় প্রতাপ। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসেছি। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায়।

এসএএ/এসএসএইচ/