রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ১১জন নিহত হয়েছেন। এছাড়া আহত অন্তত ৭০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

এ ঘটনার পর রিক্সা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিচ্ছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

হতাহত মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঘটনাস্থল। এছাড়া ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনেও বহু মানুষ জড়ো হয়েছেন স্বজনদের খোঁজ নিতে। বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। ভবনের ভেতরে অনেক মানুষ এখনো আহত পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

ওএফ