রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে ৭ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

তারা হলেন- মো. হাছান, মোস্তফা, মুসা, খলিল, আজম, অলি শিকদার ও ইয়াসমিন।

বিস্ফোরণের ঘটনায় তারা আহত হলে প্রথমে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। 

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি ভবনের নিচতলায় এখনো মানুষ আটকে আছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলা ও বেজমেন্টের ভেতর থেকে মানুষের নড়াচড়ার শব্দ শুনতে পেয়েছি। অনেকের নড়াচড়া আমরা বুঝতে পেরেছি। তাদের এখনো উদ্ধার করা হয়নি। 

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তান সিদ্দিকবাজারের ওই ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনের মরদেহ ঢামেক হাসপাতালে এসেছে। আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন শতাধিক মানুষ।

এএসএস/জেডএস