ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট বৃহস্পতিবার (৯ মার্চ) জাতীয় গ্রিডের সঙ্গে পরীক্ষামূলকভাবে চালুকরা হয়েছে।

আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আদানির বিদ্যুৎ সঞ্চালনের জন্য পিজিসিবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা থেকে রহনপুর হয়ে বগুড়া পর্যন্ত ১৩৪ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং বগুড়ায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করেছে। নবনির্মিত লাইন ও গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন করা হচ্ছে।

ওএফএ/এসএম