যাত্রাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী সিএনজি-চালিত অটোরিকশার ধাক্কায় আহত মারিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (১১ মার্চ) সকাল নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, গতকাল (শুক্রবার) শনির আখড়ায় সিএনজি-চালিত অটোরিকশার (ঢাকা মেট্রো, থ ১১-৯৪১৯) ধাক্কায় ওই বৃদ্ধা গুরুতর আহত হন। পরে আজ (শনিবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় ওসেকে তিনি মারা যান।
তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি নিহতের বাসা পুরান ঢাকার আগাছাদেক রোড এলাকায়। তিনি ওই এলাকার মৃত সোরহাব হোসেনের স্ত্রী ছিলেন।
বিজ্ঞাপন
এসএএ/কেএ