বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মালদ্বীপের রাষ্ট্রপতি

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দক্ষিণ এশিয়ার জায়ান্ট আখ্যা দিয়ে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সোলিহ বলেছেন, ‘প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবেন বঙ্গবন্ধু।’

বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মালদ্বীপের রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি গড়ে দিয়েছেন। তিনি বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং স্বাধীনতার জন্য কখনও আপস করেননি। ১৯৭১ সালের ৭ মার্চ তার দেওয়া বক্তব্য বিশ্বের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত। তিনি আজীবন গণতন্ত্র ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন।’

বর্তমান বাংলাদেশের অগ্রগতি প্রসঙ্গে ইব্রাহিম সোলিহ বলেন, ‘আমি বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ উন্নয়নের সড়কে অনেক এগিয়ে গেছে। এটি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও এ দেশের মানুষের পরিশ্রমের ফসল। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আর্থ-সামাজিক অবস্থান চোখে পড়ার মতো। বঙ্গবন্ধুর এই দেশ এখন ফাস্ট গ্রোয়িং (দ্রুত বর্ধনশীল) অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে।’

তিনি দুই দেশের (বাংলাদেশ-মালদ্বীপ) দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘দুই দেশ ভালো সময় পার করছে। কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। কোভিডের সময় খাদ্য, পিপিই (প্রাথমিক সুরক্ষা সামগ্রী) এবং মেডিকেল সরঞ্জাম উপহার হিসেবে দিয়েছে মালদ্বীপকে। এই ভালোবাসার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি।’

সম্প্রতি দেশটিতে করোনার চিকিৎসা সহায়তায় মেডিকেল টিম পাঠানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান মালদ্বীপের রাষ্ট্রপতি।

ইবাহিম সোলিহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঢাকার সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান। সেই সঙ্গে তিনি দেশটিতে থাকা বাংলাদেশি অভিবাসীদের প্রসঙ্গ তুলে আনেন। তিনি বলেন, ‘মালদ্বীপের সামাজিক উন্নয়নে বাংলাদেশি অভিবাসীরা অবদান রাখছেন। মালদ্বীপ সরকার তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছে।’

এ সময় তিনি আশা প্রকাশ করেন যে, ঢাকা ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক সামনের দিনে আরও বৃদ্ধি পাবে।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যোগ দিতে দুদিনের সফরে আজ (বুধবার) সকালে ঢাকায় আসেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম সোলিহ। সফরের শুরুতে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। এরপর বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

তার সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ফাজনা আহমেদ ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্ৰী আবদুল্লাহ শহীদ ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্ৰীসহ মোট ২৭ জন অতিথি ঢাকায় এসেছেন।

এনআই/এফআর